বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)-এর উদ্যোগে ‘বার্ষিক বনভোজন ২০২২’ গত ২৪-১২-২০২২ খ্রিঃ রোজ শনিবার 'হেরিটেজ রিসোর্ট’, মাধবদী, নরসিংদীতে উদযাপিত হয়েছে বাপবিবো’র কর্মকর্তা/কর্মচারী ও তাঁদরে পরিবারসহ প্রায় ১,৮০০ জন বনভোজনে অংশগ্রহণ করনে। বনভোজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র’তে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্যগণ, প্রাক্তন সদস্যগণ ও র্উধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. শাহ মোঃ হেলাল উদ্দীনসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বনভোজনে অংশগ্রহণ করেন। ‘বার্ষিক বনভোজন ২০২২’ এ অংশগ্রহণকারী প্রত্যেক পরিবারকে বিশেষ আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। বনভোজনে শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জন্য ফ্যাশন শো ও জাদু প্রর্দশনসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়াও, ক্লোজআপ তারকা রাজিব ও জনপ্রিয় কণ্ঠশিল্পী অংকন মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস